স্মৃতি অটুট

কষ্ট (জুন ২০১১)

সঞ্চিতা
  • ৪৪
  • 0
  • ২২
আজি হতে বছর খানেক আগে
সে কথা ভারিয়া মনের মাঝে
ভারী শিহরণ জাগে
কথা হইয়াছে, হয়নিক দেখা
কতকাল কাটিল এইভাবে একা
হঠাৎ দেখা হইল দোঁহার
হৃদয় দ্বয় বুঝি হইল একাকার।
দিন যায়, মাস আসে
কথা হয় নাক শেষ,
ধীরে ধীরে পারস্পারিক বোঝা পারাও হয় বেশ।
অনুভূতিগুলি বুঝিত সকল
দেখিলে দুটি আঁখি,
একটুকু খোশ রাখিবার তরে
চেষ্ট থাকিত না বাঁকি।
মনে পড়ে হায় জ্যোৎস্নারাতে
দাঁড়িয়ে সাগর পাড়ে;
কত জিজ্ঞাসা ছিল প্রতি মর
আঙুলি দুটি ধরে
চাঁদের পানে ফিরাইয়া দেখিত
বারেবারে মুখখানি-
অপলক চোখে সাহাস্য বদনে
ডাকিত সুবদনী
তমল তালে বসিয়া বসিয়া
কথা হইতে যে কত
কৌতুহল ভরে ঝুঁকিয়া শুনিত
বৃক্ষলতা যত।
নিঝুম দ্বীপের শীর্ষদেশে
বসে শুধু দু’জনে
দক্ষীণা বায়ু পরশিয়া যেত
যেন কপোল চুম্মন।
রোদেলা দুপুরে গাল দু’টি
মোর যাবে হইত লাল
হাসিতে তাহার ফুটিয়া উঠিত
ভোরের সাত সকাল।
সন্ধা, দুপুর, সকাল, রাত্রী
ছুটিয়াছি কত স্থান
মন ভোলে নাই তবুতো
হইয়াছে, দিনগুলি অবসান।
কটুকথা যদি কভু হতো তারে
আর্ত চোখে হাসিয়া কহিত
Sorry বরেছি তোরে,
এত সুখ-স্মৃতি ভোলা নাহি যায়
কুরে কুরে খায় মোরে,
বুঝেছি আমি হরায়েছি তারে
চির জীবনের তরে।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সঞ্চিতা ভাই মনির,মন্তব্যের জন্য ধন্যবাদ- তবে এ যুগ আর সে যুগ কেমন কথা? কাব্যিক ধারা বা সাহিত্য চর্চা কি পালটে গেছে না যাবে? আসল কথা হোল আপনি ভাবটা কতটা প্রকাশ করছেন-এবং অন্যরা কতটা উপমগ্ধি করতে পারছেন এটি সুস্পষ্ট হলে বোধয় রবীন্দ্র/নজরূ ল/বংকিমচন্দ্র/শরৎ যে কারো পথ অনুসরণ করা যায়-কি ভুল বললাম?
মনির মুকুল এই সময়ে রাবীন্দ্রিক ভঙ্গিতে লেখা আদৌ ঠিক না। লেখাটাকে সময়োপযোগি করা দরকার। শুভ কামনা রইল।
সঞ্চিতা আবেদিন ভাই-কেমন আছেন? ধন্যবাদ দারুন মন্তব্য করেছেন-
সঞ্চিতা আবু ফয়সাল ভাই, আসলেই সর্রী তা মুছে অন্য কিছু লিখা উচিত ছিল-infact বাঁকি ছাড়া আর সব স্থানে চন্দ্রবিন্দু ঠিকাছে কিন্তু এটা ও তো আমি দেইনি -তাহলে কি এডিট করার সময় ....আর এটা ২০০৪ সালের লিখা- ধন্যবাদ..
সঞ্চিতা azha sultan ভাই,অনেক ধন্যবাদ সুন্দর সমালোচনামূলক উপদেশ দেবার জন্য -তবে আমিতো scan করে পাঠিয়েছি অনেক গুলো বানান কিন্তু আমার না -যেমন: ভারিয়া=>ভাবিয়া,মর=> মোর অঙ্গুলি,চুম্মন=> এটা হবে চুম্বন ইত্যাদি
এ কে এম মাজহারুল আবেদিন একটা জিনিস সবার নজর এ আনতে চাই, সবাইকে অনুরোধ করব, সমালোচনা বা আলোচনা যেটাই করুন, সৃষ্টিশীল আলোচনা করলে ভালো হয়, অনেকেরই হয়ত লেখা ভালো নাও লাগতে পারে, উত্সাহ মূলক কমেন্টস লিখলে লেখক লেখিকাদের লেখার মান ভালো হয়, শুধু ভুল ধরলে লেখার মান ভবিষ্যতে আরো খারাপ হওয়া শুরু হয়. দয়া করে অনুপ্রেরণা দিন সবাইকে. শুভেচ্ছা রইলো.
আবু ফয়সাল আহমেদ অনাবশ্যক চন্দ বিন্দুর ব্যাবহার চোখে পড়েছে. তবে লেখার মান আগের চেয়ে ভালো হয়েছে. এই ধরনের কবিতায় হটাত করে একটা ইংরেজি শব্দ ঢুকিয়ে দেয়াটা বেমামান.
Azaha Sultan সঞ্জিতা, খুব সুন্দর হয়েছে, খুব ভাল লাগল। কবিতার বেলায়...মিশ্র এক-আধটু চলে, কারণ, ছন্দের তাল মিলাতে এ অপরাধটুকু করতে হয়। নজরুল-রবীন্দ্রনাথও অনেক কবিতায় অমন করেছে...যাই হোক, ভুলের কথা আমি বলছি না, কবিতায় `sorry' ব্যবহার না করে সরাসরি `দূঃখিত' ব্যবহার করা শ্রেয়...এ শব্দগুলো গল্পের ক্ষেত্রে খাটে। আরফানের কথা ন্যায্য...এগুলোতে একটু নজর দেবে...ধন্যবাদ
নিভৃতে স্বপ্নচারী (পিটল) খুব ভালো laglo.....apni to dehi kobita o golpo sob e darun lekhen.........suvo kamona roilo..........valo valo lekha upohar deben amader ke......
সঞ্চিতা ওয়াও! আবেদিন ভাই আমি আনন্দিত আপনার হৃদয়গ্রাহী অনুপ্রেরনার জন্য।

২১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ২৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪